অবতক খবর,১৪ জুলাই: ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে প্রতি বছরের মত এই বছরেও রবিবার ফরাক্কা ব্লকের ২২টি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের নিয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজের সভা গৃহে।পাশাপাশি সংবর্ধনা জানানো হয় স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্টের সভাপতিকেও।

বিধায়ক মনিরুল ইসলাম জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রায় ১১৭ জন উপস্থিত ছিলেন। প্রতি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় কৃতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মনোবল বাড়ানোর জন্য আজকের এই সংবর্ধনার আয়োজন করা হয়। এই সংবর্ধনা পেয়ে ছাত্রছাত্রীরা নিজেদের মনোবল ও পরিবারের পাশাপাশি ফারাক্কার মুখ যাতে উচ্ছল করতে পারে ।

পাশাপাশি তিনি আরো বলেন যে সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের পাশে সরকার যেভাবে রয়েছে পাশাপাশি আমি নিজে তাদের আর্থিকভাবে সাহায্য করবো। ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি শিক্ষকদের ও সংবর্ধনা দিয়ে উৎসাহ দিলাম যাতে করে লেখাপড়ার মান ও স্কুলের পরিকাঠামো শিক্ষাগত পরিবেশ সেগুলো ঠিকঠাক রাখার জন্য।

এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি তথা জঙ্গিপুরের নবনিযুক্ত দুইবারের সাংসদ খলিলুর রহমান কে সংবর্ধনা জানিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।