অবতক খবর,২৮ ফেব্রুয়ারি,মালদা:- ফসল নষ্ট করার প্রতিবাদ করায় আক্রান্ত দুই কৃষক। ঘটনায় জখম অবস্থায় চিকিৎসাধীন মানিকচক গ্ৰামীন হাসপাতালে দুজনেই।মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের মানিকচক ব্লকের চৌকিমিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের কালিন্দ্রী রাজনগর এলাকায়।
পাশাপাশি ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় ভুট্টার জমি রয়েছে স্থানীয় কৃষক ফিরেন তাঁতি ও দিলীপ তাঁতির। ফিরেন তাঁতি দেখেন তার ভুট্টার জমিতে এলাকার কিছু যুবক ভুট্টার পাতা নষ্ট করছে। এরই প্রতিবাদ করতে গেলে যুবকদের দল পালিয়ে যায় এবং একজনকে ধরতে সক্ষম হলে। পরবর্তীতে বাকি যুবকরা দলবল মিলে লাঠিসোটা ও ধারালো হাসুয়া নিয়ে দুই কৃষকের উপর চড়াও হয়। যার ফলে দুইজন কৃষককে সেখানেই বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ। কোনক্রমে সেখান থেকে প্রাণে বেঁচে ফিরলে দুজন কৃষক বর্তমানে চিকিৎসাধীন মানিকচক গ্রামীণ হাসপাতালে। অন্যদিকে অভিযুক্ত যুবকদের দলবল পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে এবং তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ।