অবতক খবর , অভিষেক দাস , মালদা :- ডাকাতির উদ্দেশ্যে জড়ো হলোও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পরল সাত ডাকাত । তাদের কাছ থেকে হাসুয়া, রড ,চাকু ,দড়ি ,উদ্ধার হয় । ধৃত সাত ডাকাত কে শুক্রবার ইংরেজবাজার থানার পুলিশ চার দিনের পুলিশি হেফাজত জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে।
পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে ইংরেজবাজার থানার আজিমপুর চন্ডিপুর এলাকায় অভিযুক্ত সাত ডাকাত জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার এর একটি টিম তারা এলাকায় গিয়ে তাদের কে হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের নাম রাহুল শেখ হাবিব খান, মিরাজ শেখ, দুলাল মন্ডল , দিলবার শেখ ,রাহুল শেখ ,বিকি মণ্ডল, এদের মধ্যে দুলাল শেখ , রাহুল শেখ , এর বাড়ি মালদা থানা এলাকায় বাকি ৫ জনের বাড়ি ইংরেজবাজার থানার বিস্তীর্ণ এলাকায়।
শুক্রবার ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশের একটি টিম তারা আগে থেকেই এলাকায় গিয়ে হাজির ছিল কিছুক্ষণ পরই ডাকাতকে তারা হাতেনাতে ধরে ফেলে।
এদের প্রত্যেকের পুলিশের খাতায় নাম রয়েছে। তারা কাজিগ্রাম এলাকায় কোন একজনের বাড়িতে ডাকাতি করার জন্য এদিন ওই এলাকায় জড়ো হয়েছিল।তাদের শুক্রবার ৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা আদালতে পেশ করেছে , ইংরেজবাজার থানার পুলিশ।