অবতক খবর,১০ আগস্ট,জলপাইগুড়ি: ফুলবাড়ীতে মর্মান্তিক পথদুর্ঘটনায় গুরতর আহত এক! বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ফুলবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পরপর ফুলবাড়ীতে পথদুর্ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে।
সোমবার রাত নটা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ী এশিয়ান হাইওয়ের উপরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একজন বাইক আরোহী কাজ থেকে বাড়ি ফেরার পথে ফুলবাড়ীর এশিয়ান হাইওয়ের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিছন থেকে সজোরে ধাক্কা মারলে বাইকটি ট্রাকের তলায় ঢুকে যায়।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক চালক। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে আহতকে হাসপাতালে পাঠায় এবং বাইকটি থানায় নিয়ে যায়। আহত ব্যাক্তির নাম চিকারু মোহাম্মদ বাড়ি ফুলবাড়ীর কুয়ার বাড়ি এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।