অবতক খবর , নদীয়া : গতকাল ফুলিয়া অঞ্চলে সকাল থেকেই ইতস্তত ভাবে ঘুরে বেড়াতে দেখা যায় আনুমানিক ১০ বছরের কাছাকাছি একটি কিশোরীকে। তার কাঁধে একটি ব্যাগে কিছু চালডাল , ফল এবং শুকনো খাদ্য দ্রব্য পাওয়া যায়।
এলাকাবাসীর দের মত অনুযায়ী ওই বাচ্চাটাকে ওখানে মাঝে মাঝেই দেখা যেত তবে পরিবারের হাদিস জানেন না কেউই। প্রাথমিকভাবে ফুলিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে তার কাছ থেকে নানা বিষয়ে জানতে চাইলেও কথা বলার সমস্যা জনিত কারণে সে শুধু মা ছাড়া আর কিছুই বলতে পারছে না। অবশেষে দুপুরের দিকে শান্তিপুর থানায় বাচ্চাটিকে জমা করা হলে থানার পক্ষ থেকে নদীয়াজেলা চাইল্ড লাইনে জানানো হয় ।
রাত্রি নটা নাগাদ ওই বাচ্চাটাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল মেডিকেল করিয়ে, পরিবারের খোঁজ না পাওয়া পর্যন্ত সি ডাব্লিউ সি পরামর্শমতো নগেন্দ্র নগর গার্লস হোমে রাখা হবে বলেই জানা যায়, নদীয়াজেলা চাইল্ড লাইন শ্রীমা মহিলা সমিতির পক্ষ থেকে ।