অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া : – গতকাল হাওড়ার সঞ্জীবনে হাসপাতাল থেকে পালিয়ে যায় এক কোভিড সংক্রমিত রোগী। সেই রোগীর দেহ উদ্ধার হলো আজ সকালে। হাসপাতাল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি পুকুর থেকে। স্থানীয় মানুষ পুকুরের জলে মৃতদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে ওই ব্যক্তির মৃতদেহ সনাক্ত করে জানা যায় ওই কোভিড আক্রান্ত ব্যক্তি গতকাল হাওড়া ফুলেশ্বর এর সঞ্জীবন হাসপাতালের থেকে পালিয়ে গেছিলেন। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি খুন সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলেই হাওড়া গ্রামীন পুলিশ সূত্রের খবর।

প্রসঙ্গত উলুবেড়িয়া জোয়ারগড়ি এলাকায় বাসিন্দা অর্পণ মন্ডল(28) গত সোমবার করোনা আক্রান্ত হয়ে সঞ্জীবনে ভর্তি হয়। সেখানেই সে চিকিৎসাধীন ছিল। পরিবারের অভিযোগ গতকাল রাতে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই করোনা আক্রান্ত ওই রোগী। গত সকালে হাসপাতাল থেকে রোগীর বাড়ির লোককে জানানো হয় , তাদের বাড়ির লোককে হাসপাতালে পাওয়া যাচ্ছে না।

রোগীর পরিবারের অভিযোগ হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখাতে চাইলেও তা তাদের দেখাতে চায় নি হাসপাতাল কতৃপক্ষ। পরিবারের প্রশ্ন কোভিড হাসপাতালের এত নিরাপত্তা থাকা সত্বেও কিভাবে পালাল একজন করোনা আক্রান্ত রুগী। ঘটনায় উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের পরিবারের। তাদের দাবি অবিলম্বে তাদের ছেলের খোঁজ করুক হাসপাতাল ও প্রশাসন। এই বিষয়ে সঞ্জীবন হাসপাতাল কতৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে পুরো বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

এর পাশাপাশি ইন্টার্নাল ইনকোয়ারি শুরু হয়েছে। গতকাল এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয় রা। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যক্তির মৃতদেহ নিয়ে হাসপাতালে র গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে রোগীর বাড়ির লোকেরা। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। গোটা ঘটনায় কোভিড হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।