অবতক খবর,৩১ আগস্ট: পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডি এল এড প্রার্থীরা স্মারকলিপি দিল মঙ্গলবার বর্ধমানের জেলাপ্রশাসনকে৷

তাদের দাবী, মুখ্যমন্ত্রী ২০২০ সালের ১১-ই নভেম্বর নবান্ন সভাগৃহ থেকে ঘোষণা করেছিলেন, ২০১৪ প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ, প্রশিক্ষিত প্রার্থীর সংখ্যা ২০০০০।

প্রাথমিকভাবে ১৬৫০০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রদত্ত মেধা তালিকা অনুযায়ী ১৬৫০০ শূন্যপদের মধ্যে ১২৬৪২ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে, এবং তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।

কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রায় এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও অবশিষ্ট ২০১৪ টেট উত্তীর্ণ, সম্পূর্ণ প্রশিক্ষিত ডি এল এড প্রার্থীদের নিয়োগের ব্যাপারে কোন সদিচ্ছা দেখাচ্ছে না সরকার। এই বিষয় নিয়ে জেলা প্রশাসনের কাছে এদিন দরবার করেন চাকুরী প্রার্থীদের৷ চাকুরীপার্থীদের বর্ধমান জেলা সংগঠনের সভাপতি
অভয়া রায় বলেন, দীর্ঘদিন তারা নিয়োগ থেকে বঞ্চিত রয়েছেন।

তাদের সরাসরি নিয়োগের দাবি জানান জেলা প্রশাসনের কাছে৷ গানের সুরে প্রতিবাদ করেন তারা।