অবতক খবর,২৭ অক্টোবরঃ আজ কাঁথিতে শুভেন্দু অধিকারী কালী পুজোর এক অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের কাছে রাজ্য সরকারকে ফের বিঁধলেন।চাকরী প্রার্থীরা এখনো অন্দোলনে এই প্রসঙ্গে শুভেন্দু বাবু জানান,চাকরী কোথাও নেই।পরশু দিন পৌরসভায় নিয়োগের সার্কুলার বেরিয়েছে।৪০ হাজার নিয়োগ হবে।মাইনে বন্ধ হবে দেখেনিন।বেতন বন্ধ হবে চিন্তা নেই।ভিখারী সরকার বলে কটাক্ষ করেন।

এদিন নন্দীগ্রামে মন্দির চুরী প্রসঙ্গে বলেন,বিরুলিয়ায় মন্দিরে সিসি টিভি বসিয়েছিলাম।যারা একাজ করেছে নন্দীগ্রামের পুলিশ এদের ধরবে না বলেও কটাক্ষ করেন।এদিন গতকাল তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত দমকল কর্মীর মৃত্যু নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী। কাঁথিতে কালী পুজোর এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি।