অবতক খবর,২ জুলাইঃ আবার কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক কিশোরের। নারকেলডাঙা এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, একটি বাতিস্তম্ভে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বছর তেরোর মহম্মদ ফাইজানের। পড়াশোনা সেরে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল ফাইজান ।

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ১৩ বছরের কিশোর মহম্মদ ফাইজান নারকেলডাঙা থানার রাজা রাজনারায়ণ স্ট্রিটে পুরসভার একটি বাতিস্তম্ভে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তড়িঘড়ি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এ দিন সকালেই বাঁকুড়া দু’নম্বর ব্লকের ভূতশহর গ্রামে বৃষ্টিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের। এ নিয়ে কেবলমাত্র শনিবার রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হল।

গত রবিবারই হরিদেবপুর এলাকায় জমা জলে হাঁটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাতিস্তম্ভে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় নীতীশ যাদব নামে একটি শিশু। তাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।