অবতক খবর, ২৪ফেব্রুয়ারি : শহর কলকাতায় ফের মেট্রো বিপত্তি। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার একটি মেট্রোর রেকের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। শুক্রবার দুপুর ১২টা ২৩ মিনিট নাগাদ এই অঘটনটি -ঘটে। সেই সময় কবি সুভাষগামী মেট্রোর রেকটি রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে ছিল। ঘটনার জেরে মেট্রোর যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। তড়িঘড়ি যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে আনা হয় এবং মেট্রোর ওই রেকটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। মেট্রোয় এই ধোঁয়া বিভ্রাটের জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় পরিষেবা। যদিও প্রায় ১৫-২০ মিনিটের মধ্যেই মেট্রোর রেকটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে স্বাভাবিক রয়েছে মেট্রো চলাচল।
তবে স্বস্তির বিষয় মেট্রোর রেকটি তখন রবীন্দ্র সদন স্টেশনেই ছিল এবং তড়িঘড়ি রেকটি থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। যদিও খুব অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা নেয় মেট্রো কর্তৃপক্ষ। যে রেকটি থেকে ধোঁয়া ছড়িয়েছিল, সেটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই মেট্রো পরিষেবা আবার স্বাভাবিক হয়ে যায়।