অবতক খবর , জলপাইগুড়ি : ফের খাঁচা বন্দী এক পূর্ণবয়স্ক চিতাবাঘ। শনিবার সকালে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলদিবাড়ি চা বাগানের ৩৫ নম্বর সেকশনে বনদপ্তর এর পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘটি।
বেশ কয়েকদিন ধরেই বাগানের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ায় চিতাবাঘ টি। ৩৫নং সেকশনের আশেপাশে চিতাবাঘকে ঘুরে বেড়াতে দেখেন চা শ্রমিক বিষয়টি বাগান কর্তৃপক্ষ কে জানায়। বাগান কর্তৃপক্ষ বিষয়টি বিন্নাগুড়ি বনদপ্তর কে জানালে বিন্নাগুড়ি বন্যপ্রান দপ্তরের তরফে একটি ছাগলকে টোপ বানিয়ে খাঁচা পাতা হয়। সেই খাঁচাতেই এদিন ধরা পড়ে চিতাবাঘটি। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা।
অন্যদিকে বৃষ্টিকে উপেক্ষা করেন চিতাবাঘ দেখতে ভিড় জমান বাগান শ্রমিকরা। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার শুভাশিস রায় জানান, এদিন একটি পূর্ণবয়স্ক, স্ত্রী চিতাবাঘ খাঁচাবন্দি হলে তার প্রাথমিক চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷ চিতাবাঘটি পুরোপুরি সুস্থ হলে তাকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।