অবতক খবর,১৩ নভেম্বর: আবারো কি ডেঙ্গুর প্রকোপ বাড়ছে কাঁচরাপাড়া পৌরসভা অঞ্চলে? কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে বারংবার সতর্ক করা সত্ত্বেও সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে মানুষ জনের মধ্যে। এ বিষয়ে মানুষেরা যে সতর্ক নয়,তার প্রমাণ আরো একবার পাওয়া গেল কাঁচরাপাড়ায়।
কাঁচরাপাড়া ৬ নং ওয়ার্ড ঘটক রোডের এক বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা যায় এলাকায়। এদিকে খবর পেয়েই পৌরসভার স্বাস্থ্য আধিকারিকরা ওই বাড়িতে ছুটে যান। আক্রান্ত পরিবারের যা যা করণীয় তা সবই তারা বুঝিয়ে দেন।
অন্যদিকে কোথায় এই ডেঙ্গুর লার্ভা জন্মাচ্ছে, তদন্তে নেমে তারা দেখেন, ওই বাড়িতেই একটি ড্রামে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। আর সেই জলেই জন্মেছে ডেঙ্গুর লার্ভা। সঙ্গে সঙ্গে তারা ওই জল ফেলে ডেঙ্গু লার্ভাগুলোকে নষ্ট করে দেন।
তারা বলেন,’ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুকুর, নদী-নালায় ছাড়া হয়েছে গাপ্পি মাছ। তা সত্ত্বেও মানুষ যদি নিজেরা সচেতন না হন তবে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। সুতরাং কোনো অবস্থাতেই কোথাও জল জমতে দেওয়া যাবে না। মানুষের এই গাফিলতির জন্যই মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। তবে আমরা পৌরসভার পক্ষ থেকে অনুরোধ করছি, ডেঙ্গু বিষয়ে সচেতন থাকুন এবং কোথাও জল জমতে দেবেন না।’