নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    দুর্ঘটনাগ্রস্ত রোগীকে চিকিৎসা পরিষেবা দিয়ে মানবিকতার পরিচয় দিলেন মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় মুখার্জি। যদিও দীর্ঘ কয়েক বছর যাবৎ মলয় বাবুকে একজন মানবিক রূপেই দেখেছে বাঁকুড়া বাসী। কখনো অভুক্ত মানুষের মুখে অন্নদান তো কখনো বা আবার  দুঃস্থ মানুষদের চিকিৎসা পরিষেবার জন্য আর্থিক সাহায্য প্রদান, এমনকি চিকিৎসা পরিষেবা দেওয়াতেও কখনো পিছপা হতে দেখা যায়নি যাকে তিনি  মলয় মুখার্জি।

রাজনৈতিক জীবনে পা দেওয়ার শুরু থেকেই তার সামাজিক  কর্মকাণ্ড যথেষ্টই কৃতিত্বের দাবি রাখে। সেই কৃতিত্বই আমরা ফের তুলে ধরছি আপনাদের সামনে। প্রসঙ্গত উল্লেখ্য বেশ কিছুদিন আগে মেজিয়ার খয়েরবনি গ্রামের অমিতাভ নামে এক যুবক পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন। পেশায় তিনি ছিলেন একজন গাড়ির খালাসি। কর্তব্যরত অবস্থায় তার চারচাকা মালবাহী গাড়িটি  দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ী চালকের তেমন কোনো আঘাত গুরুতর না হলেও গাড়ির খালাসি অমিতাভ গুরুতরভাবে জখম হন। তাকে তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আঘাত গুরুতর হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালে  স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। কিন্তু গরীব এই পরিবারের পক্ষে ছেলে অমিতাভকে কোলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া মোটেই সহজ ছিল না অমিতাভর বাবার কাছে। শেষমেশ  অমিতাভের বাবা দ্বারস্থ হন মলয় বাবুর কাছে। মলয় বাবু দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি কলকাতার পিজি হাসপাতালে অমিতাভকে স্থানান্তরিত করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন।

বর্তমানে অমিতাভ পিজি হাসপাতালে চিকিৎসাধীন। রোজগারের একমাত্র উপার্জনকারী যখন হাসপাতলে ভর্তি তখন অর্থাভাব গ্রাস করে অমিতাভর পরিবারে। এক্ষেত্রেও অমিতাভর পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মলয় বাবু। অমিতাভর মায়ের হাতে তুলে দেওয়া হল নগদ অর্থ ও বেশ কিছু রেশন সামগ্রী। মলয় বাবুর এই উদ্যোগে খুশি অমিতাভর পরিবার। মলয় বাবুকে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন তারা।