অবতক খবর,৪ জানুয়ারি : প্রাথমিকে আরও ১৩৯ জন শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট। বুধবার ১৪৬ জন শিক্ষকের আবেদনের শুনানি ছিল আদালতে। তাঁদের মধ্যে ১৩৯ জনের চাকরির সপক্ষে নথি খতিয়ে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন এঁদের চাকরি বাতিল করতে হবে। এমনকি, অবিলম্বে বেতন বন্ধেরও নির্দেশ দেন বিচারপতি।
বাকি ৭ জনের চাকরি এখনই বাতিল নয়। তাঁদের আরও নথি খতিয়ে দেখে ফের শুনানি হবে। এর আগে ৫৩ জনের চাকরি বাতিল হয়েছিল। সব মিলিয়ে বুধবার পর্যন্ত প্রাথমিকে ১৯২ জন শিক্ষকের চাকরি বাতিল করল হাই কোর্ট। অন্য দিকে, বুধবার আরও ৫৯ জন প্রাথমিক শিক্ষক চাকরি বাঁচাতে আদালতের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার তাঁদের মামলাটি শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
প্রাথমিকে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগে গত বছর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়। তাঁরা পরে সুপ্রিম কোর্টে গেলে, শীর্ষ আদালত এই ২৬৮ জনের আবেদন হাই কোর্টকে শুনতে বলেছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, শীর্ষ আদালতের নির্দেশ ছিল, হাই কোর্টে চাকরির বৈধতার প্রমাণ দিতে হবে এই ২৬৮ জনকেই। সব দেখে শুনে হাই কোর্ট সিদ্ধান্ত নিলে তবেই বহাল থাকবে চাকরি।