অবতক খবর,১০ মার্চঃ ফের বড়সড় সাফল্য ভাটপাড়া থানার। বোমা- গুলির খবরে বারবারই শিরোনামে উঠে আসে ভাটপাড়া -জগদ্দল এলাকা। প্রায় প্রতিদিনই পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয় মজুত করা বোমা। পুলিশি ধরপাকড়ে রীতিমত ঘুম উড়েছে দুষ্কৃতীদের। বেশ কয়েকদিন আগে ভাটপাড়া থানার জোরদার তল্লাশিতে পুরসভার ৩২ নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার করা হয় ৩০ টি তাজা বোমা। ফের ভাটপাড়ায় চললো গোপনে পুলিশি অভিযান।
বিশেষ জানা গিয়েছে, পুরসভা ১৪ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর গলি থেকে ১০টি তাজা বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডল এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আচমকা হানা দেয় ১৪ নম্বর ওয়ার্ডে।সেখান থেকেই উদ্ধার হয় তাজা বোমাগুলি।ইতিমধ্যেই সেইগুলি নিস্ক্রিয় করা হয়েছে।তবে কে বা কারা বোমাগুলি মজুত করেছিলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।গোটা বিষয় নিয়ে পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া বলেন, পুলিশ ধারাবাহিক ভাবে গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালায়।পুলিশ তার নিজের কাজ করছে।আরো সক্রিয় করা হবে পুলিশকে।তিনি আরো বলেন, মানুষ আমাদের সাথে আছে। সবার সহযোগিতায় আমরা আরো ভালো কাজ করবো।