অবতক খবর: মঙ্গলবার থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি। এর আগে গত মাসে হোটেলে রান্নার জন্য ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৩.৫০ টাকা কমেছিল জুন মাসে। এই মাসে তা আবার কিঞ্চিত বাড়ানো হল। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দম পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে।
চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯৪৪ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় ১৭৩২ টাকা। এর আগে গত ১ এপ্রিল ও মে মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। মে মাসে ১৭১.৫০ টাকা দাম কমেছিল ১৯ কেজি ওজনের গ্যাসের। অবশ্য মার্চ মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল একলাফে।
এর ফলে দিল্লিতে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আজ থেকে হল ১৭৮০ টাকা। গতকাল পর্যন্ত এই সিলিন্ডারের দাম ছিল ১৭৭৩ টাকা। এদিকে কলকাতায় আজ থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১৮৮২.৫০ টাকা। গতমাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছিল ১৮৭৫.৫০ টাকা।