অবতক খবর,২১ ফেব্রুয়ারী : ফের বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুললেন ফুলগুড়ির ডাবগ্রামের বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জী। উত্তর বঙ্গের মানুষ দিনের পর দিন ধরে পরিষেবা থেকে বঞ্চিত রাজ্য সরকার নিশ্চুপ কার্যত। অতীতে বিধানসভায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক, ও বিরোধী মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনিও সাংবাদিক দের মুখোমুখী হয়ে উত্তরবঙ্গের মানুষ দের যন্ত্রণার কথা তুলে ধরেন, এইবার উত্তরবঙ্গ ইস্যু তে সরব অপর এক বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জী।