অবতক খবর,১৯ অক্টোবরঃ বরানগর বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে দমদম লোকসভা কেন্দ্রে সাংসদ সৌগত রায়ের মন্তব্য ভাইরাল । তিনি বলেন আমার মনে হয়েছিল সম্প্রতি যে সমস্ত দুর্নীতির ঘটনা ধরা পড়েছে তাতে আমাদের কর্মীদের কেউ কেউ হতাশ হয়েছেন বা দুঃখিত হয়ে থাকতে পারেন। নিরাশ হয়ে থাকতে পারেন।

কিন্তু সম্মেলনে এসে বুঝিয়ে দিলেন যে কর্মীরা আমাদের চাইতেও বেশি বোঝে তারা বেশি সচেতন তারা একজন বসে যায়নি বরং বেশি উৎসাহ নিয়ে আমাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন। আবার এই জন্য আমি খুব ব্যথিত হই যখন আমাদের পার্টির কিছু লোক দুর্নীতিগ্রস্ত। আমি দুঃখিত হই যাদের ছোট থেকে দেখেছি তারা দুর্নীতিগ্রস্ত অথচ টের পাইনি। যেমন চাকরিতে লোক ধোকাতে হবে ইত্যাদি ইত্যাদি। এই পদ্ধতির মধ্যে গেলে কোথায় শেষ হবে কেউ জানে না কিন্তু আমি গভীরভাবে দুঃখিত। এটা আমার ব্যক্তিগত ধারণা যে তৃণমূলের ৯৫% নেতাকর্মী তারা সৎ। অসত দের কথাটাই উঠে আসে যারা সৎ তাদের কথা উঠে আসে না।

আমি করা কথা বলেছি যে কাকে জুতো মারবো কার চামড়া দিয়ে জুতো তৈরি হবে অনেকে বলে আপনি এসব বললেন সবাই চোর নয় কেন বলবে সব তৃণমূল চোর। আমি রুখে দাঁড়াবো প্রতিবাদ করবোই। ৫ টাকা কারো কাছ থেকে নিইনি, কেন শুনবো চোরের বদনাম। যে চুরি করেছে তাকে ধরুক আমার কোন কিছু বলার নেই চোর ধরো জেল ভরো। এবং মমতা ব্যানার্জি চোর এইসব বরদাস্ত করবো না।