অবতক খবর,১৫ ডিসেম্বরঃ নিউটাউন আলিয়া ইউনিভার্সিটির দিক থেকে তিন কন্যার দিকে যাওয়ার সময় বেপারোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কদমপুকুর মোড়ে ডিভাইডারে ধাক্কা মেরে অন্য লেনে গিয়ে ধাক্কা মারে চার চাকা প্রাইভেট গাড়ি। গাড়িতে থাকা তিন তরুণ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো। এতটাই বেপরোয়া গতি ছিলো যে গাড়ির সমস্ত এয়ার ব্যাগ গুলো ওপেন হয়ে যায়। গাড়িতে চালক সহ তিন সওয়ারি ছিল। সকলের বয়স কুড়ির মধ্যে। ভাগ্যক্রমে এদের কারোর গুরুতর আঘাত লাগেনি। এদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ।