অবতক খবর,১১ আগস্টঃ ফের ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলীয় পার্টি অফিস কার দখলে থাকবে সেই নিয়েই সরগরম ভাটপাড়া পুরসভায় ৭ নম্বর ওয়ার্ডের কাটাডাঙার মা মাটি মানুষ ভবন। দীর্ঘদিন ধরেই কাটা ডাঙ্গা অঞ্চলের তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে। তবে গতকাল রাতে আচমকা ওই পার্টি অফিসে লাগিয়ে দেওয়া হয় আইএনটিটিইউসির ব্যানার। জা নিয়ে সরব হয় এলাকারই তৃণমূলের অপর আরেক গোষ্ঠী। অভিযোগ ওঠে তৃণমূল কর্মী রাজা দাস বেশ কয়েকজন লোককে সাথে নিয়ে আচমকা ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রধান শাখাকে শ্রমিক সংগঠনের কার্যালয় গড়ে তুলতে চাইছে। গোটা বিষয়টি বাধা দেন ওই অঞ্চলেরই অপরাধ তৃণমূল গোষ্ঠীর কর্মী সমর্থকরা। প্রাক্তন ওয়ার্ড সভাপতি বলেন, এই পার্টি অফিসটি বহু বছর আগে বর্তমান সংসদ অর্জুন সিং এর নেতৃত্বে তৈরি হয়েছিল। কিন্তু আজ কেউ বা কারা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য মরিয়া। তাই আচমকা প্রধান কার্যালয় কে শ্রমিক সংগঠনের কার্যালয়ে বানিয়ে এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাইছে।
যদিও গোটা বিষয় নিয়ে তৃণমূল কর্মী রাজা দাস বলেন, আমার বিরুদ্ধে ওঠে সব অভিযোগ মিথ্যা। ওই পার্টি অফিসে দীর্ঘ বেশ কয়েকবছর ধরে আমি বসতাম। দলীয় বিষয় নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো।তবে তাৎপর্যপূর্ণ হয়ে বলা যায় গতকাল রাতে যে পার্টি অফিসের মাথায় দলের শ্রমিক সংগঠনের ব্যানার লাগানো ছিল, সকাল হতেই রাতারাতি সেই ব্যানার পাল্টে গেছে। যদিও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কেউই মুখ খুলতে নারাজ।