অবতক খবর,১৮ ফেব্রুয়ারী,মালদা:- ফের ভিন রাজ্যের শ্রমিকের মৃত্যু। কেউ না কেউ কাজের উদ্দেশ্যে পাড়ি দেয় বিদেশে কিন্তু হয়তো কেউ ফিরে স্বাভাবিকভাবে কেউবা ফিরে কফিন বন্দি ভাবে । জানা যায় মৃত যুবকের নাম আখতার হোসেন (৩৬) গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ঘটনাটি ঘটলেও আজ কফিন বন্দী দেহ ফিরলো গ্রামের বাড়িতে। ঘটনাটি মোথাবাড়ি থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ কলোনি এলাকার।
গঙ্গা প্রসাদ কলোনীর যুবক ছয় মাস আগে পেটের দায়ে ভিন রাজ্যে হায়দ্রাবাদে পাড়ি দেয়। ছয় মাস কাজ করে বাড়ি ফেরার পথে “বিজয়নাগরাম” নামক রেল স্টেশন এর কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের দুই সন্তান ও স্ত্রী রয়েছে। মৃত শ্রমিকের স্ত্রী সেবিনা খাতুন জানান, তার সঙ্গে ১৩ ফেব্রুয়ারি শেষ কথা হয়েছে। বাবার আসার খবরে দুই ছেলে খুব আনন্দে ছিল। কিন্তু কিভাবে ট্রেনে কাটা পড়ে মারা গেল তা বুঝতে পারছি না, আজ স্বামীর কফিন বন্দী দেহ দেখে বাড়ির সকলে বাকরুদ্ধ।
এখন দুই ছোট ছেলে কে নিয়ে সংসার কিভাবে চালাব তা বুঝতে পারছে না। অসহায় স্ত্রী সেবিনা বিবি তার দাবি তার পরিবারে আর কেউ রইল না রোজগার করার মত । অসহায় স্ত্রী চাই সরকার যেন তাকে একটু সহায়তা করে। এখন দুই সন্তান ও অসহায় স্ত্রী তাদের মুখে কে অন্ন তুলে দেবে এই চিন্তায় রয়েছে পরিবার। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।