অবতক খবর,২৮ আগস্ট: ফের ভুল রিপোর্টের অভিযোগ উঠলো বর্ধমানের একটি বেসরকারি প্যাথোলজি সেন্টারে বিরুদ্ধে।
সঠিক বিচার পেতে থানায় দ্বারস্ত মেমারির বাসিন্দা কল্লোল ঘোষ।
অভিযোগ অস্বীকার সঞ্জীবনি ডায়াগনষ্টিক সেন্টারে।
গত ২৫ শে আগস্ট বর্ধমান খোসবাগান এলাকায় ডাক্তার সঞ্জীব ঘোষের কাছে চিকিৎসা করাতে আসেন মেমারির বাসিন্দা গীতা ঘোষ।চিকিৎসকের পরামর্শমত খোসবানে নিও সঞ্জীবনি ডায়াগনষ্টিক সেন্টারে রিপোর্ট করান গীতা দেবী।
রিপোর্টে সন্দেহ হওয়াতে ওই দিনি সাতগাছিয়ার একটি প্যাথোলজি সেন্টারে সুগার পরিক্ষা করিয়ে দেখেন নিও সঞ্জীবনি ডায়াগনষ্টিক সেন্টারে রিপোর্টের সঙ্গে কোনো মিল নেই। এরপর কোলকাতা রায় এন্ড ত্রিবেদী ডায়াগনষ্টিক সেন্টারে রিপোর্ট করান সেখানে সাথে এই নিও সঞ্জীবনি ডায়াগনষ্টিক সেন্টারে রিপোর্টের সাথে কোনো মিল নেই।
এরপর এর সুবিচার পেতে থানায় দ্বারস্থ গীতা দেবীর পরিবার।