অবতক খবর,১৯ জুলাই: বীজপুর বিধানসভার অন্তর্গত দুটি পৌরসভা রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে কাঁচরাপাড়া পৌরসভা। এই শহরের অন্তর্গত সমস্ত দখলীকৃত জায়গা দখল মুক্ত করা হয়েছে। অন্যদিকে হালিশহর পৌরাঞ্চলেও বেশ কিছু জায়গা দখলমুক্ত করা হয়েছে ইতিমধ্যেই।

তবে আজ দেখা গেল হালিশহর বাগমোড় থেকে তেতুলতলা পর্যন্ত ফুটপাতে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলিতে নোটিশ দেওয়া হল। আগামী ২৫ তারিখের মধ্যে এই দোকানগুলি সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। নইলে পৌরসভার পক্ষ থেকে জেসিবি দিয়ে সমস্ত ভেঙে দেওয়া হবে।

উচ্ছেদ এখনো চলছে,আর আজ দেখা গেল হালিশহর পৌরসভা ফের দখলমুক্ত করতে ময়দানে নামল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর প্রত্যেকটি পৌরাঞ্চলে দীর্ঘ বছর ধরে রাস্তা দখল করে যে সকল বেআইনি দোকান গড়ে উঠেছিল তা আজ সরানো হলো।

হালিশহর কোনা মোড় থেকে শুরু করে হাজিনগর পর্যন্ত ফুটপাতের সমস্ত দোকান জেসিবি দিয়ে ভেঙ্গে দেওয়া হল। সেখানে নিয়ে যাওয়া হয়েছিল পৌরসভার সাফাই কর্মীদের। ভেঙে ফেলা দোকানের অবশিষ্ট অংশ সমস্ত তুলে আনা হয় অর্থাৎ এলাকা পরিষ্কার করে দেওয়া হয়।