অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :- ভারতীয় যুব মোর্চার হাওড়া জেলা শাখার সভাপতি ওমপ্রকাশ সিং এর একটি ছবি ভাইরাল হওয়ায় বিতর্ক দানা বেঁধেছে। ওই ছবিতে ওমপ্রকাশ এর ছবির সঙ্গে একটি পোস্টার জুড়ে দেয়া হয়। পোস্টারে লেখা আছে টাকা, মদ এবং মেয়ে দিলে দলে যে কোন পদ পাওয়া যায়। গত দু দিন ওই ছবিটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওমপ্রকাশ সিংহ এ ব্যাপারে হাওড়া সিটি পুলিশ এর সাইবারক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এই নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ওম প্রকাশ সিং এর অভিযোগ তার এই ছবি পোস্ট করার পেছনে তৃণমূল কংগ্রেস দায়ী। ভারতীয় যুব মোর্চার সরকার বিরোধী আন্দোলনে ,তৃণমূল ভয় পেয়ে এই কাজ করেছে।
তাতে ওদের কোন লাভ হবে না। দিন কয়েক আগে তৃণমূলের জেলা সদরের সভাপতির নাম নিয়ে দুটি চিঠি ভাইরাল হয়। তিনি কটাক্ষ করে বলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা জেলা সদরের সভাপতির নাম জানেন না। এদিকে ওই বিজেপি নেতার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেতা গোবিন্দ সাহা বলেন, বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই সস্তার জনপ্রিয়তা পেতে তারা তৃণমূলের নামে এই ধরণের কুৎসা রটাচ্ছে। কিন্তু যে পোস্টটি ভাইরাল হয় তার সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। আমারা বাংলার মানুষ। আমরা এই ধরণের রাজনীতি করি না।