আজকের দিনের কবিতাঃ সকালে উঠেই কাগজ দেখি। ঘটনা কর্ণাটকঃ হিজাব পরা চলবে না– ৮ ফেব্রুয়ারি,২০২২

ফ্যাসিবাদ
তমাল সাহা

আকাশে ঘনায় মেঘ–
তুমি এখনো জানো না
কি হবে হাওয়ার গতিবেগ।
বইতে পড়েছো তবুও বোঝোনি
ফ্যাসিবাদ কিভাবে আসে।
এখনো কি তোমার জানতে বাকি আছে?

দেখো ধর্ম ধর্মকে করেছে তাড়া
ভীত সন্ত্রস্ত ধর্ম
কিভাবে পালায় এপাড়া থেকে ওপাড়া।
আর কত উলঙ্গ হবে সভ্যতা
ভারতবর্ষের দিকে তাকাও!
তুমি লিখে যাও নিশ্চুপে কবিতা!

এইতো তোমার প্রিয়তম দেশ
পড়ে থাকবে অবশেষ– ধ্বংসাবশেষ।