অবতক খবর,২১ নভেম্বর: বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ উত্তর ২৪ পরগনার অশোকনগরের গুমা রেলগেট লাগোয়া একটি জায়গায় বিজেপির নতুন সদস্যদের নাম রেজিস্ট্রেশনের একটি কর্মসূচিতে যোগদান করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজে হাতে নতুন সদস্য হতে আসা কয়েকজনের নাম নিজে হাতে রেজিস্ট্রেশন করে দেন । এরপর তিনি অশোকনগরের সেনডাঙ্গা এলাকায় একই ধরনের আরও একটি কর্মসূচিতে যোগদান করেন । তার আগে গুমায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন।

রাজ্যে শাসক দলে অভিষেক ও মমতা পন্থী তৃণমূল নেতাদের মধ্যে জখন কাদা ছোড়াছুড়ি হচ্ছে সে নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার জানান একটা পার্টি মরে যাওয়ার আগে এমনটা হয়, যদু বংশ ধ্বংস হওয়ার আগে মুষল পর্ব শুরু হয়েছিল, তৃণমূলে এমনটাই চলছে । তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন দেহত্যাগ করার আগে পদত্যাগ করবেন না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসিকে ল্যাং মেরে চেয়ার পেতে চাইছে। আমরা মোরগ লড়াই দেখছি আর নারদ নারদ বলছি।

মহিলাকে নির্মল ঘোষের ফ্লাইং কিস প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান এটাই তৃণমূলের কালচার যে মহিলাকে করছেন তিনি সম্ভবত বার ড্যান্সার। আরজিকর কাণ্ডে নির্ভয়ার দেহ হাইজ্যাক করে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এই নির্মল ঘোষের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী বলেন যে আমি এত মহিলাকে টিকিট দিয়েছি, তারা মহিলাকে কি নজরে দেখছেন বা কি উদ্দেশ্যে রাজনীতিতে নিয়ে আসছেন এই সমস্ত লিডারদের দেখে তো বোঝাই যাচ্ছে।

বামেদের আরজি কর কান্ডের তদন্ত নিয়ে সিবিআই অফিস অভিযানের প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি বলেন বামেরা এখন ‘ঝান্ডু বাম’ হয়ে গেছে। তৃণমূলের বিরুদ্ধে যখন কোন আন্দোলন সংঘটিত হয় তখন বাম, অতী বাম এবং ঝান্ডু বামেরা ঢুকে গিয়ে আন্দোলনকে স্তিমিত করে দেয়। যখন অরাজনৈতিক আন্দোলনের মধ্যে রাজনীতি ঢুকে গেল তখনই আরজি করের আন্দোলন আস্তে আস্তে কমে গেল। পাশাপাশি তাদের সদস্যতা অভিযানের মাধ্যমে আগামী বিধানসভা ভোটের আগে যে এলাকায় জনসংযোগ তৈরি করা হচ্ছে তা জানিয়ে গেলেন রাজ্য সভাপতি।