অবতক খবর,১৬ ফেব্রুয়ারী,কান্দিঃ- গত বছরের মত এবছরও কান্দি মহকুমা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদে কান্দি শহরে। শনিবার কান্দি পুরসভার কক্ষে এক সাংবাদিক সম্মেলন করে এই সুসংবাদ দেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার।
এদিন তিনি জানিয়েছেন, কান্দি পুরসভার সামনের মাঠ অর্থাৎ হালিফাক্স মাঠে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মহকুমা বইমেলা। শেষ হবে ২৮ শে ফেব্রুয়ারি ।আসছে কলকাতার বড় বড় বই কোম্পানির স্টল। জাগো বাংলার স্টল সহ নানা রকম খাবারের স্টল।
থাকছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জিনিসপত্র বিক্রির জন্য স্টল এবং ২৩ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে নানা সংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি শেষ দিন হবে পুরস্কার বিতরণ ও সম্বর্ধনা বিতরণ অনুষ্ঠান। পরিচালনায় কান্দি ব্লক ও কান্দি পুরসভা।