অবতক খবর,২১ ডিসেম্বর: নির্বাচন আসন্ন, রাজনৈতিক পরিস্থিতি দেখে সেটাই বোঝা যাচ্ছে। গেরুয়া প্রভাব অত্যন্ত ব্যাপকভাবে বেড়েছে অমিত শাহ আসার পরে। তিনি বীরভূমে তুফান তুলে দিয়েছেন। অসংখ্য মানুষ বিজেপির দিকে ঝুঁকে পড়ছে জনসমাবেশ দেখে তাই মনে হচ্ছে,এই প্রভাবে প্রভাবান্বিত হয়েছেন এবং অনুপ্রাণিত হয়েছেন নিশ্চিতভাবে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।

তিনিও শুরু করে দিয়েছেন গৃহ সম্পর্ক যাত্রা। তিনি এখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন সশরীরে তার কর্মীদের সঙ্গে নিয়ে। তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন সেখানে তিনি বক্তব্য রাখছেন এটা নতুন কিছু নয়। আমি ঘরের ছেলে, এই অঞ্চলের ছেলে, মানুষের অভাব অভিযোগ জানতে বাড়ি বাড়ি যাচ্ছি।

এতে অন্যায় কিছু নেই। যদিও অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমি বাড়ির গৃহকর্তা গৃহকর্ত্রীদের বকাবকি তিরস্কার শুনছি, অনেকের আশীর্বাদও পাচ্ছি। অনেকদিন ধরে যোগাযোগ নেই আমার একটা রাজনৈতিক দোদুল্যমানতা ছিল। অনেক সংযোগ ব্যাহত হয়েছে। ফলে মানুষের মধ্যে ক্ষোভ থাকা স্বাভাবিক। আমি সেটা পূরণ করে দেবার চেষ্টা করছি।

প্রতিনিয়তঃ এখন থেকে জনসংযোগ করবো বাড়ি বাড়ি যাবো। তিনি আরও বলেন যে, আমি যে সমস্ত উন্নয়ন গুলো করেছিলাম, নিশ্চিতভাবে আপনাদের মনে আছে। ‌সেই উন্নয়ন সমস্ত ভণ্ডুল হয়ে গেছে। অনেক নির্মাণ, যেমন শিশুদের উদ্যান, পার্ক, রাস্তা সাজানো এগুলো দেখভাল তদারকি হচ্ছে না। এগুলোর দিকে সাধারণ পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসনের কোন নজরদারি নেই সেই সমস্ত বিপর্যস্ত হয়ে পড়েছে। অর্থাৎ বীজপুরে উন্নয়নের ধারা অব্যাহত নেই। সেই সমস্ত উন্নয়নের কথা কি আপনাদের কাছে আমি জানাতে এসেছি এবং আগামী দিনে আপনাদের পাশে থাকব,সেই ওয়াদা করে যাচ্ছি।