অবতক খবর,১০ মার্চঃ বকেয়া ডি এর দাবীতে ধর্মঘটে সামিল স্কুলের শিক্ষকরা,ছাত্র পরিয়ে স্কুল চালু রাখলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি,মিড ডে মিলও পেল পড়ুয়ারা।
বৈঁচী বিহারী লাল মুখার্জী উচ্চ বিদ্যালয়ের মোট ২৪ জন স্থায়ী শিক্ষক আছেন।তারা ধর্মঘটে সামিল হয়ে আজ স্কুলে আসেননি।
শিক্ষকরা ধর্মঘট করবেন গতকাল স্কুল পরিচালন সমিতির সভাপতি সুনীল মুখার্জীকে মৌখিক ভাবে জানিয়ে দেন শিক্ষকরা।আজ স্কুলে পড়ুয়ারা এলেও শিক্ষকরা আসেননি।আংশিক সময়ের চারজন শিক্ষক আসেন স্কুলে।তাদের নিয়ে পরিচালন সমিতির সভাপতি পড়ুয়াদের পড়ানো শুরু করেন।সভাপতি বলেন,শিক্ষকরা বলল ধর্মঘট করবে।আমি বললাম স্কুল চালু থাকবে এবং মিড ডে মিলও হবে।সেই মত অস্থায়ী শিক্ষকরা তাদের সাধ্য মত ক্লাস করেন।আমিও কয়েকটা ক্লাস নিয়েছি।আগে শিক্ষকতা করতাম।অনেক দিনের অনভ্যাসে কিছুটা ভুলে গেছি।তবে যা জানি তাই পড়িয়েছি।
ডি এ র দাবী করতে পারেননা অস্থায়ী শিক্ষকরা।তারাও ক্লাস নেন।অস্থায়ী শিক্ষক অর্পন মল্লিক বলেন,স্কুলে পড়ুয়ার যে সংখ্যা সেই অনুপাতে শিক্ষক আসেনি তাই সমস্যা হচ্ছে।তবে আমরা চেষ্টা করছি ক্লাস চালু রাখার।
প্রধান শিক্ষক প্রবীর কুমার কুমার ফোনে জানান,ধর্মঘট সমর্থন করে আমরা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা কেউ স্কুলে যায়নি।পরিচারন সভাপতি এবং আংশিক সময়ের শিক্ষকরা স্কুলে ক্লাস করিয়েছেন শুনেছি।মিড ডে মিলও চালু আছে।