অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- হাওড়া ময়দানে মেট্রো চ্যানেলে কর্মরত কর্মীরা আজকে বিক্ষোভ জানায়। শ্রমিকদের অভিযোগ তাদের বেতন ও পিএফের টাকা অবিলম্বে জমা করতে হবে। তাদের অভিযোগ তারা বছরের পর বছর এই প্রকল্পে কাজ করছেন কন্ট্রাক্টারদের অধীনে।
প্রতি বছর বোনাস দেওয়ার সময় এলেই পুরানো কোম্পানী বন্ধ করে দেওয়া হয়। তাদেরকে নতুন কোম্পানীতে নেওয়া হয়। যার দরুন তারা বোনাস পান না। করোনাকালে তাদের কাজ বন্ধ হয়ে গেছিল। কাজ চালু হতেই তাদেরকে আবার নেওয়া হয় কিন্তু তাদের মাসিক বেতন সময় মতো দেওয়া হয় না।
প্রতি মাসের বেতন তারা পান ৬০-৭০ দিন বাদে। মাত্র ৭ হাজার টাকায় তাদের দুমাস ধরে সংসার চালাতে যথেষ্টই সমস্যার মুখে পড়তে হয়। তাই তারা আজকে এখানে কর্মবিরতি ও বিক্ষোভ দেখাচ্ছেন। শুধু এখানে না কলকাতাতেও এই বিক্ষোভ চলছে। মোট ১৭০ জন কর্মী সমস্যায় পড়েছেন। তাদের দাবি অবিলম্বে বকেয়া বেতন পিএফের টাকা মিটিয়ে দিতে হবে। নাহলে তাদের দাবি না মেটা অব্দি তারা এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন।
এই প্রসঙ্গে ওই ঠিকাদার সংস্থার ম্যানেজার জানান করোনার কারণে তাদের তহবিলের সমস্যা হওয়ার দরুন এই সমস্যা তৈরি হয়েছে। তারা উচ্চ তর কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলবেন।
শীঘ্রই এই সমস্যা মিতে যাবে বলেই তিনি দাবি করেন। যদিও বোনাস না দেওয়ার বিষয়টি সঠিক নয় বলেই দাবি করেন তিনি। তিনি বলেন বিগত চার বছর ধরে কর্মীরা বোনাস পাচ্ছেন।