অবতক খবর,২৫ মার্চ,দেবব্রত মন্ডল,বাঁকুড়া:- সিট বা সিবিআই নয় বগটুই কান্ডে তদন্তের দায়িত্ব দেওয়া হোক হাইকোর্ট বা সুপ্রীম কোর্টের বিচারপতিকে দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ সিপি আইএমএল এর ।
সিট বা সিবি আই নয়। বীরভূমের বগটুই গ্রামে গনহত্যার তদন্তের ভার তুলে দেওয়া হোক হাইকোর্ট বা সুপ্রীম কোর্টের বিচারপতিকে। আজ বাঁকুড়ার মাচানতলায় এই দাবিতে বিক্ষোভ সামিল হল সিপিআইএমএল। আজ দুপুরে নিজেদের দাবিতে বাঁকুড়া শহরে মিছিল করার পাশাপাশি বাঁকুড়ার মাচানতলায় বিক্ষোভ দেখান সিপিআইএমএল কর্মীরা।
বিক্ষোভকারীদের দাবি সিট যেমন রাজ্য সরকারের অধীন তেমনই সিবি আই কেন্দ্রের সরকারের অধীন। সেক্ষেত্রে সিটের তদন্ত প্রভাবিত হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে তেমনই তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে সি বি আই এর ক্ষেত্রেও। তাই বগটুই কান্ডের প্রকৃত সত্য জানতে হলে এই ঘটনার তদন্তভার দেওয়া হোক হাইকোর্ট বা সুপ্রীম কোর্টের কোনো বিচারপতিকে।