,অবতক খবর, সংবাদদাতা ,দেবাশিস মালিক, বঙ্কিমনগর:- রবিবার দক্ষিণ ২৪ পরগনার সুমতি নগর বঙ্কিমনগর নদীবাঁধ এলাকা পরিদর্শন করলেন সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী ষাঁড়াষাঁড়ি কোটালের নদী বাঁধ ভাঙার আশঙ্কা নেই বলে তিনি দাবি করেছেন l স্থানীয় বাসিন্দাদের ভয়ের কোন কারণ নেই l সেচ বিভাগ যতদ্রুত তাড়াতাড়ি এই নদী বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছে , তাতে সাধারণ মানুষ খুশি l নদী থেকে অনেকটা দূরেই নদী বাঁধ তৈরি করা হয়েছে। এই এলাকার স্থানীয় বাসিন্দারা বিভাগীয় দপ্তরের কর্মীদের সাথে হাত লাগিয়েছেন।
প্রসঙ্গক্রমে সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, আমরা ঐদিন তার আগেই সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করে রেখেছি। প্রশাসন ও পুলিশ সতর্ক দৃষ্টি রেখেছে এই কোটালের উপরে। আমরা চাই এই এলাকার মানুষ কোন ভাবে ক্ষতিগ্রস্ত না হয় , বাস্তু ছাড়া না হন। অনেক মিডিয়া বিভিন্নভাবে সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েছে। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করার সৃষ্টি করেছে। সেখান থেকে আমরা সাধারন মানুষকে অনেকটা বুঝিয়েছি। এখানকার সাধারণ মানুষ মিডিয়ার কথায় কান্ দেন না l সাগর বিধানসভা কেন্দ্রের যে সমস্ত দুর্বল প্রকৃতির নদী বাঁধ রয়েছে সেই সমস্ত নদীবাঁধ আমি নিজে পরিদর্শন করে দেখেছি। বিভাগীয় দপ্তর এর সাথে বৈঠক করেছি বারবার।রাজ্যের সেচমন্ত্রীকে জানানো হয়েছে।