অবতক খবর,২৭ আগস্ট,জলপাইগুড়ি:শুক্রবার বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘের পক্ষ থেকে ৬ দফা দাবিতে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক)-কে ডেপুটেশন দেওয়া হল।
সমিতির দাবিগুলো হলো কোভিড বিধি মেনে ছাত্র-ছাত্রীদের স্বার্থে স্কুলগুলো খোলা হোক।
উপযুক্ত নোশন্যাল ইফেক্ট দিয়ে ১/৮/২০১৯ গ্রেড পে পরিবর্তন জনিত সমস্যার সমাধান করতে হবে। ১৮ বছর চাকুরীকাল সম্পূর্ণ করার পর বেতনক্রম পরিবর্তনের কারণে জুনিয়র শিক্ষক লেভেল ১০-এ পৌঁছালেও সিনিয়র শিক্ষক লেভেল ৯-এই রয়ে গিয়েছেন।
তাই সকল শিক্ষককে লেভেল ১০-এর সুবিধা প্রদান করতে হবে। সকল শিক্ষককে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে হবে। জেলা প্রাথমিক বিদ্যালয়ের অধিকার খর্ব করে দূরবর্তী জেলা থেকে নিয়োগ স্থানীয় স্তরের প্রার্থীদের বঞ্চিত করেছে।
এই ব্যবস্থার অবসান ঘটাতে হবে। উৎস-শ্রী চালু হওয়ার পরেও গত ৬ আগস্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিদায়ী চেয়ারম্যান-ইন-চার্জ বেশ কিছুজনকে বদলির আদেশনামায় স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। এই আদেশ প্রত্যাহার করবার জন্য এবং সমগ্র রাজ্যজুড়ে সুস্পষ্ট বদলি নীতি প্রণয়ন ও কার্যকর করার দাবি রয়েছে।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি শুদ্ধসত্ত্ব চৌধুরী, জেলা সম্পাদক জয়ন্ত কর সহ জেলা নেতৃবৃন্দ।
জেলা পরিদর্শক শ্যামল কুমার রায় জানিয়েছেন, তাঁর এক্তিয়ারে থাকা বিষয়গুলো সমাধান করতে সচেষ্ট হবেন এবং বাকি বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।