অবতক খবর,৩ জানুয়ারি.নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জের গেদে সম্মীলনী হাইস্কুলে কৃষ্ণগঞ্জ ব্লকে বঙ্গীয় মাহিয্য সম্প্রদায়ের সম্মেলন হল ধুমধাম করে । ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী মহান মানুষদের ভিতরে মাহিষ্য জাতি অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন অথচ তারা সবদিক থেকে অবহেলিত ।
বয়স্ক ভাতা দেওয়া হয় না তাদের সম্প্রদায়ের গরীবদেরকে।তাই নীজেদের দাবি আদায়ে সেই মাহিষ্য জাতি আজ আবার নামলেন নতুন করে আন্দোলনে। আন্দোলনের বিষয়বস্তু হলো তাদেরকে ওবিসি ক্যাটাগরির মাধ্যমে নিয়ে আসা। বারংবার দুয়ারে সরকার সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ও ভিডিও অফিসে আবেদন করেও বাতিল হচ্ছে তাদের দরখাস্ত।
এই সকল সমস্ত দাবি-দাওয়া নিয়ে গতকাল মহাসম্মেলনের 15 তম অধিবেশন আয়োজন করা হয় ।যার প্রধান অতিথি ছিলেন মান্যবর উজ্জ্বল বিশ্বাস মহাশয়, ভারপ্রাপ্ত কারা মন্ত্রী, এছাড়া উপস্থিত ছিলেন ব্লক সভাপতি প্রতি বিশ্বাস জেলা সভাপতি বাসুদেব মন্ডল দীনু মহাল্দার সহ সহকর্মী সংগঠনের লোকজন। তবে বলা যেতেই পারে যেভাবে একটি ব্লকে প্রচুর পরিমাণে লোকজন জমায়েত হয়েছে তাতে আগামী নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে মাহি য্য সম্প্রদায় ।