অবতক খবর,৭ জুন,লেনিনগড় : বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও একশ দিনের কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমে ধীক্কার প্রতিবাদ মিছিল গর্জে উঠল খড়দহ বিধানসভা র বিলকান্দা ২ আঞ্চলিক তৃণমূল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে বিলকান্দা ২ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাসের নেতৃত্বে লেনিনগড় কালভার্ট থেকে এক সুবিশাল প্রতিবাদ ধীক্কার মিছিল শুরু করে।
ঐতিহাসিক মহামিছিল শেষ হয় কল্যাণী রোড তাপস সরণি এলাকায়।কয়েক হাজার বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সদস্য সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ ভাবে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে গর্জে ওঠেন এদিন ।
মিছিলের অগ্রভাগে ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী শোভা মিত্র রায়, খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুরালি পুরকাইত, বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক সহ পঞ্চায়েত সমিতির সদস্য রা ও এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।
পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বিলকান্দা ২ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ সামিল হয় এদিন ও।