অবতক খবর , সংবাদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদের বড়ঞা ডাকবাংলো হাট ময়দানে মঙ্গলবার বড়ঞা ব্লক কংগ্রেসের বিধায়ক প্রতিমা রজক এর ডাকে আয়োজিত হলো এক মহামিছিল ও ঐতিহাসিক জনসভার।
এদিনের এই সভাতে প্রধান বক্তা ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সংসদ অধীর রঞ্জন চৌধুরী।
এদিন প্রথমে পারসালিকা ফুটবল ময়দান থেকে এক বিশাল মিছিল করে ডাকবাংলা হাট ময়দানে সভাতে এই মিছিল শেষ হয়। এই সভাতে সংবর্ধনা গ্রহণ করেন সংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ জেলা ও ব্লক কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব।
সভা থেকে অধীর চৌধুরী কেন্দ্রের কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে আবেদন জানান।
পাশাপাশি রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ও রাজ্যের বেকারদের কর্মসংস্থানের দাবিতে সরব হন তিনি। এ দিনের এই সভায় সাধারণ মানুষের ভিড় কংগ্রেস কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।