অবতক খবর,২৮ ডিসেম্বর,কল্যাণী: বড়দিনে দেড় শতাধিক মহিলা সব্জি বিক্রেতা কে পেটপুরে মাছ ভাত খাওয়ানোর পাশাপাশি তাদের প্রত্যেককে শীতের কম্বল বিতরণ করে নজির গড়লো কল্যাণী ফ্ল্যাশ অ্যাসোসিয়েশন। ২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে সমাজের বিশেষ কোন শ্রেণীর জন্য কিছু একটা করার মানসিকতা থেকে কল্যানী ফ্ল্যাশ অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ কিংশুক চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মাধব দত্তের অনুপ্রেরণায় এই আয়োজন বলে জানালেন উদ্দোক্তা কর্তৃপক্ষ।
রীতিমতো চেয়ার টেবিলে বসিয়ে কল্যাণী শহরের ২ নং বাজারের মহিলা সব্জি বিক্রেতা সহ পার্শ্ববর্তী অন্যান্য বাজারের মহিলা সব্জি বিক্রেতাদের বসিয়ে পাত পেড়ে মাছ ভাতের সঙ্গে দৈ মিষ্টি সহযোগে আতিথ্যেয়তায় কোন ক্রটি রাখেননি উদ্দোক্তা সংগঠন কল্যাণী ফ্ল্যাশ অ্যাসোসিয়েশন।
আয়োজক সংগঠনের সভাপতি ডঃ কিংশুক চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানালেন, আমারা এই কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়ে নিজেদের কে গর্বিত রোধ করছি।সকলকে নিয়ে খুব ভালো কাটলো ২৫ শে ডিসেম্বরের বিশেষ মুহূর্ত টুকু। অংশগ্ৰহনকারী প্রত্যেক মহিলা সব্জি বিক্রেতা ও ভীষন খুশী আয়োজক দের আতিথ্যেয়তায়।