রাজনীতি মানে কি?

বধ্যভূমি
তমাল সাহা

গ্রাম শূন্য করে তুমি পালাবে কতদূর?
শয়তানের অট্টহাসি
পাড়ায় দাঁড়িয়ে দুর্দান্ত অসুর।

পালাচ্ছ কেন? কী দেখলে তুমি?
স্বচক্ষে দেখলে জন্মভূমি আজ
তোমার বধ্যভূমি।

চোখের সামনে দেখলে
কীভাবে চলছে গোলাগুলি
কীভাবে পড়ছে বোমা এলোপাথাড়ি।
মন বলছে চলো পালাই
আর দেরি নয়, গোটাও পাততাড়ি।

জয় দুর্গা! বিশালাক্ষী!
জয় বজরংবলী! রঘুবীর!
পড়ে আছে কোপানো দেহ,গুলিবিদ্ধ, মাথাফাটা, পাঞ্জা কাটা—স্তব্ধ শরীর।

কে কাকে মারে? কতরকম লাশ!
সন্ত্রাস! সন্ত্রাস!
লেখে রক্তাক্ত ইতিহাস।

ঘাতকেরা সব পার্টির লোক—
সাবাস পার্টি! তোর মুখে ফুল চন্দন পড়ুক!
তোদের জয় হোক!

কায়ুম মোল্লা, প্রদীপ মন্ডলেরা নিহত
যত ধর্ম জন্ম নিয়েছিল,সব ধর্ম আজ মৃত।

এখন দুদিকে দুটি দৃশ্য
একদিকে গোরস্থান, অন্যদিকে শ্মশান।
ছুটে চলেছে আততায়ী বাতাস
চারিদিক নিস্তব্ধ নিশ্চুপ শুনশান।

দুঃশাসন হিংস্র কামার্ত এখন,
করে আছে তাক।
টেনে হিঁচড়ে ফেলছে খুলে গণতন্ত্রের পোশাক।
গণতন্ত্র হাতজোড় করে,করে আর্তনাদ, বাঁচাও জয় শ্রীরাম!
কোথায় শ্রীরাম?
সে এখন রাজনৈতিক দলে
নিতেছে বিশ্রাম!