অবতক খবর,২৭ আগস্ট: বনগাঁয় মতুয়াদের ভ্যাকসিন দেওয়া নিয়ে শুরু হলো রাজনৈতিক তরজা।
বিজেপির দাবি, মতুয়াদের মন পেতে ভ্যাকসিন দিচ্ছে পৌরসভা। বিজেপির দাবি ওড়ালো তৃণমূল।
মতুয়া দলপতি ও সদস্যদের করোনা ভ্যাকসিন দিল বনগাঁ পৌরসভা। বৃহস্পতিবার দুপুরে বনগাঁর নীলদর্পণ ভবনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের ভ্যাকসিন দেয় পৌর স্বাস্থ্যকর্মীরা।
ভ্যাকসিন শেষে দলপতি গোসাইদের গামছা ও ধুতি দিয়ে সম্মান জানান পৌরসভার কর্মকর্তারা। এদিন প্রায় ৫৫০ জন ভক্তদের প্রথম ডোজ দেওয়া হয়েছে।
মহাকুমা মতুয়া মহাসঙ্ঘের সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন” বনগাঁ পৌরসভা আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। ৫২ জন দলপতি ও প্রতিটি দলের ১০ জন সদস্য সদস্যাদের ভ্যাকসিন দিলেন তারা। দলমত নির্বিশেষে ভ্যাকসিন দেওয়া হল। ভ্যাকসিন পেয়ে খুশি মতুয়ারা।
মতুয়াদের ভ্যাকসিন দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কির্তনীয়া দাবি করেছেন আসন্ন পৌর ভোটকে সামনে রেখে মতুয়াদের মন পেতে মতুয়াদের নাম করে তৃণমূলের লোকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মতুয়ারা বিজেপির সঙ্গে ছিল আছে থাকবে।
এই বিষয়ে বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, যারা বলছে তাদের জানা উচিত পৌরসভা তৃণমূলের পার্টি অফিস নয় রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়। বনগাঁ শহরে ওদের জমি হারিয়ে গেছে ওরা বুঝতে পারছে না কোনটা সরকারি কাজের কোনটা দলীয় কাজ।