‘বাংলায় এনআরসি এবং সিএএ করতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে’ বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বনগাঁর জনসভা থেকে বিজেপিকে রীতিমতো হুংকার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত জনসভায় তিনি কেন্দ্রীয় সরকারের এনআরসি, এনপিআর এবং সিএএ-এর বিরুদ্ধে গর্জে ওঠেন। তিনি বলেন,’যে দেশের মানুষ ভোট দিয়ে সরকার গঠন করেছে এখন বিজেপি সেই ভোটারদের নাগরিকত্বের প্রমাণ চাইছে। বিভাজনের রাজনীতি করছে বিজেপি। মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টির নোংরা খেলা খেলছে তারা। তারা চাইছে সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাধাতে। বিজেপির ক্ষমতা আমি দেখতে চাই। এনআরসি এই রাজ্যে কোন মতেই হতে দেব না। আমরা মানুষের পাশে আছি। গুলি চালাতে বলছে বিজেপি। কিন্তু আমরা ভয় পাই না। আমরা প্রতিবাদ করতে পারি।’ এর পাশাপাশি তিনি জনগণের উদ্দেশ্যে বলেন,’গ্রাহকরা যে ব্যাংকে টাকা রাখছেন, নিজের টাকা পরবর্তীকালে তুলতে পারবেন তো? এই সরকারের শাসনকালে সুরক্ষিত নেই কোন কিছুই, সব বিক্রি হয়ে যাচ্ছে। এয়ার ইন্ডিয়া,রেল এলআইসি,বিএসএনএল সবকিছুই বিক্রি করে দিচ্ছে সরকার। তাহলে রইল কি? মতুয়ারা আজ বিপদে। কিন্তু আমি তাদের পাশে আছি। উদ্বাস্তুদের জমির অধিকার দিয়েছি। ভোটার কার্ড, রেশন কার্ড রেখে দিন। সব কাজে লাগবে। এখন সব দল একসঙ্গে হয়ে হিংসা ছড়াচ্ছে। কিন্তু বাংলার মানুষ কোন কিছুকে ভয় পায়না, এনআরসি আমরা রুখবোই।’ এই ভাবেই বনগাঁর জনসভা থেকে হুংকার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।