অবতক খবর,৮ ফেব্রুয়ারি: সোমবার বিকালে পৌরসভা নির্বাচনে বনগাঁ পৌরসভার 22 টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করে রাজ্য বিজেপি।এই বিষয়ে বনগাঁ পৌরসভা নির্বাচনের কোঅর্ডিনেটর বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্ত্তনীয়া সাংবাদিক বৈঠক করে দলের প্রার্থীদের নাম প্রকাশ করেন । বিজেপি প্রার্থী তালিকায় তাৎপর্যপূর্ণভাবে নাম দেখা গেল সাম্প্রতিক রাজ্য বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো শান্তনু ঠাকুর এর অনুগামী বলে পরিচিত দেবদাস মণ্ডলের।
তিনি বনগাঁ পৌরসভার 7 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দিতা করবেন। যদিও দেবদাস মন্ডল জানিয়েছেন, তিনি বিজেপির অনুগামী, নরেন্দ্র মোদীর অনুগামী, এবং শান্তনু ঠাকুর আমার সাংসদ। দল আমাকে প্রার্থী করেছেন। শান্তনু ঠাকুর তার হয়ে প্রচারে আসবেন বলেও জানান তিনি। তার দাবি বনগাঁয় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বনগাঁর মানুষ ভীতসন্ত্রস্ত। তাই বনগাঁর 22 টি ওয়ার্ডের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে এবং তারা বনগাঁ পৌরসভা গঠন করবেন।
এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলো রানী সরকার বলেন, বিজেপির বনগায় ভোটে দাঁড়ানোর মতো লোকজন নেই। তাই যাকে পেয়েছে তাকেই টিকিট দিয়েছে। বনগাঁ পৌরসভার ২২ টি ওয়ার্ডেই তৃণমূল বেপক ভোটে জয়ী হবে।