অবতক খবর,১৫ এপ্রিল: বন্ধুদের সাথে ভাগীরথী নদীতে স্নান করতে এসে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো আনুমানিক সতের বছর বয়সী এক কিশোরের। বাংলা নববর্ষের প্রথম দিন মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ পৌরসভার রানীর চড়া সংলগ্ন মিস্ত্রীপাড়া ভাগীরথী নদীর ঘাটে। জানা যায়, শুক্রবার দুপুরে চার বন্ধুকে সাথে নিয়ে ওই কিশোর মিস্ত্রীপাড়া নদীর ঘাটে এসে তিনজন বন্ধুকে সাথে নিয়ে স্নান করতে নামে নদীতে।

জলে নামার পর হঠাৎই তিন জোনাই জলে তলিয়ে যাওয়ার মত পরিস্থিতি হলে নদীর ঘাটে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে। কিন্তু সমৃদ্ধ সাহা নামের ওই কিশোর তলিয়ে যায় গভীর জলে। মৃত ওই কিশোরের বাড়ি নবদ্দীপ বুইচাড়া পাড়া এলাকায় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে ও স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় নৌকা নিয়ে নিখোঁজ কিশোরের খোঁজে তল্লাশি শুরু হয় নদীগর্ভে।

এরপর কিছু সময় পর নিখোঁজ ওই কিশোরের দেহ উদ্ধার করে মৎস্যজীবীরা। উদ্ধার হওয়ার পর নিথর ওই কিশোরের দেহ নিয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে এসে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। সেখানে হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর মৃত বলে ঘোষণা করেন সমৃদ্ধ সাহা নামের ওই কিশোরকে। বছরের প্রথম দিন মর্মান্তিক এই ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।