অবতক খবর :: শিলিগুড়ি ::   বন্ধ ব্যাবসা, তাই আলু পেয়াজ বিক্রি করছেন রেষ্টুরেন্টের ব্যাবসায়ীরা। গত তিনমাস ধরেই প্রথমে লকডাউনের ফলে শেষ হয়েছে ব্যাবসা,এখন খুললেও দেখা নেই কাষ্টমারের,তাই এখন রাস্তায় সবজী বিক্রি করতে নেমে গেছেন হোটেল এবং রেষ্টুরেন্টের ব্যাবসায়ীরা।

রেষ্টুরেন্টের ব্যাবসায়ীরা জানালেন , “আমাদের এছারা উপায় নেই,কারন কি করে বেতন দেবো কর্মচারীদের? যেখানে দিনে ৫০০টাকাও উপার্জন নেই যেখানে সেখানে কিভাবে রেষ্টুরেন্ট চালাবো? তাই বিকল্প হিসাবে সবজীর ব্যাবসা করছি। এতে আর কিছু না হলেও সংসার তো চলবে।”

এইভাবে সারা শিলিগুড়িতেই হোটেল এবং রেষ্টুরেন্টের ব্যাবসায়ীরা বিকল্প ব্যাবসা করবার চেষ্টা করছেন। কবে আবার তাদের পুরানো ব্যাবসা চালু করতে পারবেন জিঞ্জাসা করলে ব্যাবসায়ীরা জানালেন এই বছরে আশা শেষ, দেখা যাক সামনের বছরে কি হয়? আপাতত এইভাবেই দিন কাটাচ্ছেন ব্যাবসায়ীরা।