অবতক খবর,২১ নভেম্বর: বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুটমিল খোলার দাবিতে আন্দোলন বাম সমর্থিত বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন। গত পয়লা নভেম্বর থেকে বন্ধ ভাটপাড়া জুটমিল। পুজোর মরসুমে মিল বন্ধে চরম বেকায়দায় পড়েন শ্রমিক পরিবার। বন্ধ মিল অবিলম্বে খোলার দাবিতে বি সি এম ইউ-র পক্ষ থেকে ব্যস্ততম ঘোষপাড়া রোডের ভাটপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের নেতৃত্বে দেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। বামেদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঘোষপাড়া রোড।

অবরোধের জেরে ৮৫ নম্বর রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন যাত্রীরাও। ভাটপাড়া থানার পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করেন। কিন্তু মিল খোলার ব্যাপারে আশ্বাস না মেলা পর্যন্ত তারা অবরোধ তুলবেন না বলে সাফ জানিয়ে দেন বিক্ষোভকারীরা। ৩০ মিনিট অবরোধ চলার পর, অবশেষে পুলিশি আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। এদিনের বিক্ষোভ কর্মসুচি নিয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, পয়লা নভেম্বর থেকে ভাটপাড়া রিলায়েন্স মিল বন্ধ। অথচ মিল খোলার ব্যাপারে শ্রম দপ্তর ও প্রশাসনের কোনও হেলদোল নেই। শ্রমিক নেত্রীর অভিযোগ, পুজোর মরসুমে প্রভিডেন্ড ফান্ড থেকে শ্রমিকদের লোন মেলেনি। এমনকি প্রাপ্য পিএফ ও গ্যাচুইটি থেকে বঞ্চিত শ্রমিকরা।