অবতক খবর, বাঁকুড়াঃ বাঁকুড়ার সারেঙ্গার বন্যপ্রান সচেতনতার নজির গড়লেন সারেঙ্গার ২ যুবক। সুব্রত পাইন, সোমনাথ দুলে একটি বাজ পাখির বাচ্চা জঙ্গল থেকে উদ্ধার করে তুলে দিলেন বনদফতরের হাতে। বন দফতরের আধিকারিকরা পাখিটিকে চিকিৎসকের পর্যবেক্ষনে রেখে চিকিৎসা করাবেন। সুস্থ করে বড় হলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সারেঙ্গার রেঞ্জার রাজীব লামা।
সুব্রত পাইন, সোমনাথ দুলে সকালে মোটরবাইক নিয়ে যখন কংসাবতী নদী পেরিয়ে ফুলবেড়িয়ার একটি জঙ্গলের কাছে আসেন, তখন পাখির ডাক শুনতে পায় ২ যুবক।পাখির ডাক শুনে কাছে গিয়ে দেখেন গাছের তলায় একটি পাখির বাচ্চা পড়ে আছে। সেই পাখির বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে এলে জানতে পারেন সেটি বাজ পাখির বাচ্চা। এরপর তারা বাজ পাখির বাচ্চাটিকে বনদফতরের হাতে তুলে দিয়েছেন। এতে বনদফতর খুবই খুশি।
পক্ষীপ্রেমী সুব্রত পাইন জানিয়েছেন, ‘এটা একটা বাজ পাখির বাচ্চা। কাছের জঙ্গল থেকে পাওয়া গিয়েছে। গাছের থেকে পাখির বাচ্চাটি পরে গিয়েছিল । এখন ফরেস্ট অফিসের হাতে এই বাচ্চা পাখিটিকে তুলে দেব।’ অন্যদিকে সারেঙ্গার রেঞ্জার রাজীব লামা জানিয়েছেন, ‘ভেটোনারি চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে বাচ্চা পাখিটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। চিকিৎসার ব্যবস্থা করা হবে পাখিটির। এই পাখিটি এখন জুভেনাইল স্টেজে আছে। এখন তাই এই পাখিটিকে এখানেই রেখে দিতে হবে।’
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ কোলে। সারেঙ্গার রেঞ্জার রাজীব লামা জানিয়েছেন,’বাচ্চা এই পাখিটি পূরণ বয়স্ক হলে আমরা রিলিজ করে দিতাম। জুভেনাইল স্টেজে থাকায় এখানেই থাকবে। এখন কিছু করার নেই।’