অবতক খবর,২ অক্টোবর: বন্যায় বিধ্বস্ত অবস্থা হাওড়ার উদয়ণারায়নপুর ও আমতা দুই নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত। হাওড়া জেলার উদয়ণারায়নপুর ও আমতা দুই নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক মাসের মধ্যে দুই বার বন্যা কবলিত হয়েছে। গত কয়েক দিন ধরে বর্ষণে ও ডিভিডির ছাড়া জলে বন্যাকবলিত হয়ে পড়েছে একটার পর একটা এলাকা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক হয়েছে। উদ্ধার করে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে দূর্গত মানুষজন।সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অধিকাংশ জলের কল বন্যার জলের তলায়। বিপর্যয় মোকাবিলা ও সেনাবাহিনী উদ্ধার করেছে।বারে বারে ঘোষণা করা হয়েছে, সর্তক থাকার আহ্বান জানিয়ে। ক্রমশঃ ঘোরালো দিকে এগিয়ে যাচ্ছে এলাকার পর এলাকা। আকাশ পথে রাজ্যের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন করেন।