অবতক খবর,৫ অক্টোবর,বাঁকুড়া:- বরজোরা স্পিনিং মিলে অবৈধ ভাবে কর্মী নিয়োগ এমন কি টাকার বিনিময়ে হচ্ছে নিয়োগ। এই অবৈধ নিয়োগে স্থানীয় বিধায়কের বিরুদ্ধেও উঠছে অভিযোগের আঙ্গুল। বেআইনী নিয়োগ বন্ধ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলনে সামিল হলেন তৃনমূলের অন্য কর্মীসমর্থকরা।
বেআইনী ভাবে কর্মী নিয়োগের অভিযোগ তুলে স্পিনিং মিলের সামনে বিক্ষোভে ফেটে পড়ল তৃনমূল কর্মীদের একটা অংশ। গেটের সামনে বিক্ষোভ করে বেশ খানিক্ষন বরজোরা দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। দলীয় শ্লোগান দিয়ে বেআইনী নিয়োগ বন্ধ করার হুশিয়ারি দিয়েছেন তৃনমুলের আন্দোলনকারী কর্মীরা। আন্দোলনকারী দের অভিযোগ কোনো বিজ্ঞপ্তি জারি না করে গোপনে কংসাবতী স্পিনিং মিল ম্যানেজমেন্ট দফায় দফায় কর্মী নিয়োগ করছে সকলের অজান্তে। স্থানীয় লোকদের অন্ধকারে রেখে করা হচ্ছে কর্মী নিয়োগ। এই নিয়োগে আর্থিক লেনদেন হচ্ছে বলেও দাবি করেছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী তৃনমূল কর্মীদের অভিযোগ এই নিয়োগে স্থানীয় তৃনমূল বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জীর দিকেও উঠেছে অভিযোগের আঙ্গুল। দলের একটা অংশের অভিযোগ বিধায়ক নিজের ঘনিষ্ট লোকদেরকে ম্যানেজমেন্টের সাথে যোগসাজোস করে নিয়োগ করেছে।