১৭ জুন, ২০২০। মধ্যপ্রদেশের ছাতারপুরে ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়ে দলিত যুবককে বাধা দেয় উচ্চবর্ণের হিন্দুরা। ২০১৯ এ পৌরুষেয় গোঁফ রাখার অপরাধে সঞ্জয় ভাই রনছোড় ভাইয়ের গোঁফ কেটে দেয় উচ্চবর্ণের হিন্দুরা। আমেরিকায় চলছে সাদা কালোর লড়াই। ভারতবর্ষে চলছে দলিত উচ্চবর্ণের লড়াই।
বর্ণ
তমাল সাহা
টুকুন বলে, বাবা! বিজ্ঞান কি ভুল শেখায়?
বাবা বলে, মাঝে মাঝে এমন প্রশ্ন করিস কেন তুই?
কোনো পোকা নড়েচড়ে কি তোর মাথায়?
টুকুন বলে, কোনো প্রশ্ন করলেই
তুমি উত্তেজিত হও কেন?
মনে হয় জবাব চাওয়াটাই অন্যায় যেন।
আলোক বিজ্ঞানে পড়েছি বেনীআসহকলা—
বর্ণ সাতটি রামধনুর যেমন রং।
রবীন্দ্রনাথ শুনেছি করেছেন এমন নামকরণ।
তুমিও তো জানো বর্ণালী বিচ্ছুরণ!
এখন তবে কি বিজ্ঞান ভুল?
যা এতদিন শিখেছি সবই মিথ্যা বিলকুল!
বাকি দুটি বর্ণ পেলি কোথায়?
টুকুন বলে, কি যে বলো বাবা!
তোমাকে বোঝানো বড় দায়।
দুটি বর্ণ তুমি তো
রোজই দেখছো কাগজের পাতায়!
বাবা বলে, এত ঘোরপ্যাঁচের কি দরকার?
সোজাসুজি বল!
খোলাই আছে আমার দুই কর্ণ।
টুকুন বলে, তবে শোনো বাকি দুটি বর্ণ,
তা হলো উচ্চবর্ণ ও নিম্নবর্ণ।
উচ্চবর্ণ হলে তুমি অঞ্চলের রাজা।
নিম্নবর্ণ হলে তুমি অত্যাচারিত লাঞ্ছিত শোষিত হবে, বুঝে নাও সোজা।
দলিত হলে তুমি চড়তে পারবে না ঘোড়া।
রাখতে পারবে না পৌরষেয় গোঁফ।
জানিনা কবে মানুষ সোচ্চার হবে
জাগবে, গড়বে প্রতিরোধ?