অবতক খবর, সংবাদদাতা ,পূর্ব বর্ধমান :- রবিবার বর্ধমান ভাঙ্গা কুটি এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে দুর্গাপূজা প্রাক্কালে প্রস্তুতি বৈঠক হয় এই সংগঠনের পক্ষ থেকে। প্রতিবছর এই বৈঠক হয়। ,সারা বছর কি কি কাজ কর্ম করেছেন,দুর্গা পুজোর আগে নানান ধরনের কি কি কর্মসূচি নেওয়া হবে ,দুর্গাপূজা সমন্বয় সমিতির পক্ষ থেকে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই বৈঠকে ।এদিন এই সভা থেকে সমিতির সম্পাদক রাজেস সাউ বলেন প্রতিবছরের মতো এবছরও এই করোনা আবহে মানুষদের পাশে থাকা দরকার .এবছর আমরা দুর্গাপূজোর আগে দুস্থঃদের বস্ত্র বিতরন করবো। তিনি আরও বলেন দুর্গাপূজোর কয়েকদিন বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় টেন্ড করবো যাতে ঠাকুর দেখতে আসা সাধারন মানুষদের সহযোগিতা করার জন্য ।
এদিন এই সভায়, উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা,সভাপতি প্রবেনেশ্বর চন্দ্র, সম্পাদক রাজেশ সাউ, সহ অন্যান্য এই সংগঠনের সদস্যরা।এদিন এই সভা থেকে বর্ধমান থানার আইসি পিন্টু সাহা জানান ,এবারে দুর্গাপূজোয় সরকারি এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা জানানো হয়নি। .প্রশাসনের কি কি বিধি নিষেধ আছে দুর্গাপূজোয়।সরকারি নির্দেশ আসলেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরে যতো ক্লাব আছে তাদেরকে নিয়ে দুর্গাপূজোর একটি বৈঠকে করা হবে।তারপরে সেই বৈঠকে সরকারি কি কি নির্দেশিকা আছে সব জানানো হবে।