অবতক খবর,২৭ অক্টোবরঃ বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ড সেখানে প্রকাশ্যে উঠে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের আরেক নেতা শিব শংকর ঘোষের দিকে।বর্ধমান শহরের 6 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হয়েছেন সিমরান বাল্মিকী। ঘটনার সূত্রপাত রবিবার।
রবিবার 6 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সিমরন বাল্মিকির উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান উপস্থিত হয়েছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। যদিও সেখানে সিমরন বাল্মিকীকে রাজনীতিতে নিয়ে আসা তৃণমূল নেতা শিবু ঘোষের উপস্থিতি ছিল না। তারপরই উত্তেজনার পারদ চড়তে থাকে ছ নম্বর ওয়ার্ডে। একে অপরকে দোষারোপ করতে শুরু করেন তৃণমূল কংগ্রেস নেতা শিবু ঘোষ ও স্থানীয় কাউন্সিলর সিমরন বাল্মিকী।
কাউন্সিলর সিমরন বাল্মিকী অভিযোগ করেন, তার উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস কর্মীরা যাতে না যান সেই জন্য শিবু ঘোষ এবং তার গোষ্ঠীর লোকেরা বাড়ি বাড়ি গিয়ে নাকি ভয় দেখিয়ে এসেছেন। তিনি আরো বলেন, শিবু ঘোষ নাকি তাকে ওয়ার্ডে কাজ করতে দিচ্ছেন না। তিনি পাবলিসিটি বা পয়সা কামানোর জন্য রাজনীতি আসেননি মানুষের জন্য কাজ করার চিন্তাভাবনা নিয়ে এসেছেন। যদিও এই অভিযোগ একেবারে অস্বীকার করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা শিব শংকর ঘোষ। তিনি ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, আমার কাছে এরকম কোন অভিযোগ আসেনি। ব্যক্তিগত কারণে কালকে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না। আমি কেন মানুষকে বাধা দিতে যাব অনুষ্ঠানে না যাওয়ার জন্য। যদি স্থানীয় কাউন্সিলর এই অভিযোগ করে থাকেন তাহলে আমি বলব রাস্তায় কত ভিক্ষুক আছে মানুষ যদি তাকে ভিক্ষা না দেয় তাহলে সে কাঁদবে। আর কাজ করতে দিচ্ছে না এসব অভিযোগ মিথ্যা আমাদের ওয়ার্ডে ভালোই কাজ হচ্ছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগে সরগর বর্ধমান শহরের 6 নম্বর ওয়ার্ড।